রিপোর্টার- (সুভাষ মজুমদার)
কেন্দ্রের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট(FDI) বিলের প্রতিবাদে গোটা দেশ জুড়ে ২৮শে সেপ্টেম্বর ব্যবসা বন্ধের ডাক দিল কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স। তারই কর্মসূচি গ্রহনে শুক্রবার হুগলী চেম্বার্স অফ কমার্সের উদ্যোগে এক বৈঠকের আয়োজন করা হয়েছিলো।
উল্লেখ্য বিদেশ থেকে ইন্টারনেটের মাধ্যমে ব্যাবসা করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হচ্ছে। এক ফোনেই মিলবে গৃহস্থের প্রয়োজনীয় সমস্ত জিনিস। মানুষ এই সুবিধা ছেড়ে কখনই যাবে না কোনো দোকানে। ফলে দেশে বেকারত্বের সংখ্যা বেড়ে যাবে। মার খাবে ছোট থেকে মাঝারি এবং বড় সমস্ত ব্যবসাদাররা। ঠিক যেভাবে কোলকাতা দখল করেছে ওলা, উবের।সেই ভাবেই সারা দেশ দখল করে নেবে বিদেশিরা।
তাই এফ ডি আই বিলের প্রতিবাদের গোটা দেশ জুড়ে ব্যবসা বন্ধের ডাক দিলো ক্যাট। এতে কাজ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবে তারা এমনই হুশিয়ারিও দিয়েছে ক্যাট।
Be the first to comment