রোজদিন ডেস্ক, কলকাতা :- রবিবার দুপুরে কলকাতা বিমানবন্দরে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। মণিপুরের ইম্ফল থেকে আগত ৫০ বছর বয়সি এক যাত্রী, ওসিং, বিমানবন্দরের ডিপারচার ফ্লাইওভার থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন। তাঁকে তড়িঘড়ি বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, গত ২৩ জানুয়ারি ইম্ফল থেকে একটি বেসরকারি সংস্থার সন্ধ্যার বিমানে কলকাতায় আসেন ওসিং।তিনি কোথায় ছিলেন, তা জানা যায়নি। তবে গত কয়েকদিন ধরে তাঁকে বিমানবন্দর এলাকায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। রবিবার দুপুরে ডিপারচার ফ্লাইওভারের কাছে তাঁকে সন্দেহজনকভাবে ঘুরতে দেখেন বিমানবন্দরের কর্মীরা।
বিমান আধিকারিকদের সন্দেহ হওয়ায় তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও, তিনি ফের ফ্লাইওভারের কাছে ফিরে আসেন। এরপর সেখান থেকেই ঝাঁপ দেন।এই ঘটনায় তদন্ত শুরু করেছে বিমানবন্দর থানার পুলিশ। বিমানবন্দরের কর্মীদের তরফে প্রশ্ন উঠেছে, কেন ডিপারচার ফ্লাইওভারের মতো সংবেদনশীল স্থানে ওই ব্যক্তিকে বারবার ঘোরাফেরা করতে দেওয়া হয়েছিল। এক কর্মী বলেন, ‘নিরাপত্তার আরও জোরদার ব্যবস্থা না থাকলে এমন ঘটনা ফের ঘটতে পারে।’
Be the first to comment