১৫ মিনিটেই শেষ হাওড়া থেকে দিল্লির টিকিট

Spread the love

সোমবার বিকেল ৬ টায় খুলে দেওয়া হয় আইআরসিটিসির ওয়েবসাইট ৷ এরপরই মাত্র ১৫ মিনিটেই শেষ হয়ে গেল প্রথমদিনের ট্রেনের টিকিট ৷ রেল সূত্রে খবর,মাত্র ১৫ মিনিটেই শেষ প্রথমদিনের ট্রেনের টিকিট৷ শেষ হাওড়া থেকে দিল্লি যাওয়ার প্রথম দিনের টিকিট। বুকিং চালুর ১৫ মিনিটেই বিক্রি ১০৭২টি টিকিট।

প্রথম ৫ মিনিটেই শেষ প্রথম শ্রেণির টিকিট। প্রায় একই সময়ে শেষ দিল্লি থেকে হাওড়ার ট্রেনের টিকিটও৷ মঙ্গলবার থেকে সীমিত রেল পরিষেবা চালু হচ্ছে। তার জন্য সোমবার বিকেল ছটায় খুলে দেওয়া হয় আইআরসিটিসির ওয়েবসাইট ৷

এক সময় অনলাইন টিকিট বুকিংয়ের জন্য এত মানুষ লগ ইন করেন এই ওয়েবসাইটে, যে সেই চাপ নিতে পারেনি আইআরসিটিসি। বুকিং খোলার কিছুক্ষণের মধ্যেই স্তব্ধ হয়ে যায় সেটি। সমস্যায় পড়েন বহু মানুষ। দুঃখপ্রকাশ করে রেল মন্ত্রক জানায় খুব দ্রুত ফের টিকিট বুকিং শুরু হবে।

রেলের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়, আইআরসিটিসির ওয়েবসাইটে স্পেশাল ট্রেনের টিকিট বুকিংয়ের তথ্য দেওয়া হলেও কিছু সমস্যার কারণে তা স্তব্ধ হয়ে পড়েছে। খুব দ্রুত ফের টিকিট বুকিংয়ের কাজ শুরু হবে। যাত্রীদের অপেক্ষা করতে বলা হচ্ছে। এই সমস্যার জন্য দুঃখিত। ৪টের সময় বুকিং শুরু হওয়ার কথা থাকলেও ৬টায় তা শুরু হয় বলে জানায় রেলমন্ত্রক।

মন্ত্রক জানিয়েছে সোমবার বিকেল ৪ টে থেকে অনলাইনে টিকিট বুকিং করার কথা ছিল। কিন্তু সেই সময় পিছিয়ে দিয়েছে আইআরসিটিসি। সন্ধে ৬টা থেকে শুরু হয় বুকিং। এদিন বিকেল ৪টে থেকে টিকিট বুকিং-এর প্রক্রিয়া চালু হলেও, আইআরসিটিসির ওয়েবসাইট ক্র্যাশ করে যায়। গতি কমে আসে ওয়েবসাইটের তথ্য প্রকাশ করার কাজের। ফলে বুকিং প্রক্রিয়া প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। এরপরই আইআরসিটি জানায় যে ডেটা আপলোড হচ্ছে, তাই সময় পিছিয়ে দেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে দিনে ১৫ জোড়া ট্রেন চালানো হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। প্রাথমিকভাবে এই ট্রেনগুলি চালানো হবে দিল্লি থেকে। যেসব জায়গায় প্রাথমিকভাবে ট্রেন চালানো হবে, সেগুলি হল, ডিব্রুগড়, হাওড়া, পাটনা, বিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বর, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুঅনন্তপুরম, মাদগাঁও, মুম্বই সেন্ট্রা, আমেদাবাদ ও জম্মু তাউই। ট্রেনের ভাড়া সুপার ফাস্ট ট্রেনের সমান হবে বলে জানানো হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*