১ জুন থেকে বাড়ছে ট্রেনের সংখ্যা৷ ১ জুন থেকে প্রতিদিন ২০০টি করে ট্রেন চালানো হবে৷ এমনই ঘোষণা ভারতীয় রেলের৷ তবে এই সব ট্রেন হবে নন এসি৷ অনলাইনে কাটা যাবে টিকিট৷ কবে থেকে পাওয়া যাবে টিকিট, তা কিছুদিনের মধ্যেই জানানো হবে৷ কোন কোন ট্রেন, কোন পথে চলবে, তা জানানো হবে শীঘ্রই৷ এতদিন শুধুমাত্র শ্রমিক স্পেশ্যাল বা এসি স্পেশ্যাল ট্রেন শুরু করেছিল ভারতীয় রেল৷ এবার তার বাইরে গিয়ে ২০০টি নন এসি ট্রেন চালানোর কথা ঘোষণা করল ভারতীয় রেল৷
তবে ১ জুন থেকে শুরু হতে চলা ট্রেনের টিকিট কীভাবে কাটা যাবে তা বিস্তারিত কিছু জানায়নি রেল। তবে ইতিমধ্যেই রেল ট্রেনে ওঠার ক্ষেত্রে যেসব বিধিনিষেধ আরোপ করেছে তা হয়তো বজায় থাকবে। বর্তমান নিয়ম অনুযায়ী, ট্রেন যাত্রীদের মোবাইল ফোনে ‘আরোগ্য সেতু’ অ্যাপ বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে ভারতীয় রেল। ট্রেনে ওঠার আগেই ওই অ্যাপ মোবাইল ফোনে ডাউনলোড করে নিতে হবে। মাস্ক না পরে ট্রেনে ওঠা যাবে না। গোটা সফরেও মাস্ক পরে থাকতে হবে। সময় হাতে নিয়ে স্টেশনে যেতে হবে। যাতে স্ক্রিনিংয়ের সময় পাওয়া যায়। করোনা সংক্রমণের কোনও উপসর্গ থাকলেই ট্রেনে ওঠা যাবে না।
Be the first to comment