রাজ্য লকডাউনঃ আগামীকাল বাতিল একাধিক ট্রেন

Spread the love

রাজ্যে পুনরায় লকডাউন ঘোষণার জন্য বাতিল হল কয়েকটি ট্রেন। আগামীকাল (২৯ জুলাই) হাওড়া থেকে যোধপুর ও মুম্বইগামী ট্রেন বাতিল করার সিদ্ধান্ত জানিয়েছে রেল। তবে এই সপ্তাহে পরবর্তী কোনদিন লকডাউন থাকবে, সেই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সেইক্ষেত্রে, দ্বিতীয়দিনের ট্রেন বাতিলের বিষয় এখনও কিছু জানানো হয়নি।

গোষ্ঠী সংক্রমণ রুখতে রাজ্যে সাপ্তাহিক দুদিন লকডাউন জারি হয়েছে। লকডাউনের দিনগুলিতে বন্ধ থাকবে উড়ান ও ট্রেন চলাচলও। সেই অনুযায়ী, ইতিমধ্যেই উড়ান ও ট্রেন বাতিল করা হয়েছে । একইভাবে করা হবে এই সপ্তাহেও। চলতি সপ্তাহে লকডাউন হবে আগামীকাল । অপর দিনটি এখনও ঘোষণা করে হয়নি। তাই বেশ কয়েকটি স্পেশাল ট্রেন বাতিল করা হয় । পাশাপাশি একাধিক ট্রানের সময়সূচিও পরিবর্তন হয়েছে।

পূর্ব রেল ও দক্ষিণ পূর্ব রেলের বেশ কয়েকটি স্পেশাল ট্রেন সময় পরিবর্তন হয়েছে । পাশাপাশি আরও বেশ কয়েকটি ট্রেন আংশিকভাবে বাতিল করা হল । এক নজরে ট্রেনগুলির তালিকা :

*02308/02307 যোধপুর হাওড়া যোধপুর স্পেশাল – এই টেনটি ২৯ জুলাই ছাড়ার কথা । 02308 ট্রেনটি যোধপুর থেকে আজ রওনা দেবে । ট্রেনটির যাত্রা ধানবাদে সংক্ষিপ্ত করা হবে । 02307 হাওড়া-যোধপুর স্পেশাল ট্রেনটি হাওড়া থেকে ২৯ জুলাই ছাড়ার কথা ছিল । তবে ট্রেনটি এইবার হাওড়ার পরিবর্তে ধানবাদ থেকে ছাড়বে ।

*02810 হাওড়া-মুম্বাই CSMT স্পেশাল ট্রেনের আগেও একবার সময় পরিবর্তন হয় । ২৯ জুলাই হাওড়া থেকে ছাড়ার কথা ছিল । তবে লকডাউনের কারণে ট্রেনটি হাওড়ার পরিবর্তে ৩০ জুলাই ২.১১ মিনিটে ধানবাদ থেকে ছাড়বে ।

২৯ জুলাইয়ের হাওড়া-রুরকেল্লা ট্রেনটি বাতিল করা হয়েছে ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*