কেমন চলছে ট্রেন? – করোনা বিধি মানা হচ্ছেতো? – জানুন বিস্তারিত

Spread the love

করোনা আবহে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি করেছিল যাত্রীরা। তোড়জোড় গতকাল রেল-রাজ্য বৈঠকে ১০০ শতাংশ লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে ভিড়ের চাপে উধাও সামাজিক দূরত্ব বিধি। পাশাপাশি, আজ সকালে বর্ধমানের কাটোয়া স্টেশনে থার্মাল স্ক্রিনিংয়ের ছবি চোখে পড়েনি। তবে বেলা বাড়ার পর, তা শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্যানিং লোকালে ভিড়। উধাও সামাজিক দূরত্ব বিধি। ক্যানিং স্টেশনে পুলিশি প্রহরা থাকলেও, নেই থার্মাল স্ক্রিনিং ও স্যানিটাইজারের ব্যবস্থা।

অফিস টাইমের চেনা ভিড় শিয়ালদা-কৃষ্ণনগর মেন ও শিয়ালদা-বনগাঁ শাখায়। মছলন্দপুর স্টেশনে টিকিট কাউন্টারে যাত্রীদের লম্বা লাইন দেখা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*