প্রবল বৃষ্টিতে বানভাসী মুম্বই ৷ রেল লাইন ডুবে গিয়েছে জলের তলায় ৷ ২ হাজার যাত্রী নিয়ে আটকে গেল মুম্বই-কোলহাপুর মহালক্ষ্মী এক্সপ্রেস ৷ না আছে খাওয়ার জল, না আছে খাবার। ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছেন যাত্রীরা ৷ রেল সূত্রের খবর, রাত ৩টে থেকে বদলাপুর ও ভাঙ্গানির মাঝে আটকে রয়েছে ট্রেনটি ৷ ওই জায়গা থেকে মুম্বই আরও ১০০ কিলোমিটার দূরে ৷ যাত্রীদের উদ্ধার করতে যাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৮টি নৌকা ৷ উদ্ধারকাজে হাত লাগিয়েছে নৌসেনাও ৷
মধ্য রেলের জনসংযোগ আধিকারিক সুনীল উদাসি জানিয়েছেন, ঘটনাস্থলে ইতিমধ্যেই আরপিএফ ও পুলিশ পৌঁছে গিয়েছে ৷ যাত্রীদের বিস্কুট, জল দেওয়া হচ্ছে ৷ তাঁর কথায়, ‘আমরা মহালক্ষ্মী এক্সপ্রেসের যাত্রীদের অনুরোধ করেছি, কেউ যেন ট্রেন থেকে না নামেন। পুলিশ, আরপিএফ ও অন্যান্য উদ্ধারকারী দল আপনাদের দেখভাল করার জন্য রয়েছে ৷ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পরামর্শ শুনুন ও ধৈর্য ধরুন।
দেখুন ভিডিও-
Be the first to comment