করোনার জেরে হাওড়া-শিয়ালদা শাখায় বাতিল একাধিক ট্রেন

Spread the love

করোনার ছোবলের প্রভাব পড়ল বাংলার রেল পরিষেবায়। যত দিন গড়াচ্ছে, হাওড়া ও শিয়ালদা শাখায় রেলকর্মীদের মধ্যে সংক্রমণ মাথাচাড়া দিচ্ছে। যার জেরে গত কয়েকদিনের মতো আজও একাধিক লোকাল ট্রেন বাতিল করা হল।

পূর্ব রেল সূত্রে খবর, এই মুহূর্তে হাওড়া ও শিয়ালদা শাখা মিলিয়ে প্রায় ২০০ জন রেলকর্মী আক্রান্ত হয়েছেন। এর জেরে আজ হাওড়া শাখায় ৫৪টি ট্রেন বাতিল করা হয়েছে। শিয়ালদা শাখায় বাতিল করা হয়েছে ৩৩ জোড়া লোকাল ট্রেন। তবে দূরপাল্লার ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েনি।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বলেন, ‘শিয়ালদা শাখায় রোজ ৯২০টি লোকাল ট্রেন চলে। তার মধ্যে ৩৩ জোড়া ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়া শাখায় রোজ চলে ৪৮৮টি ট্রেন। এর মধ্যে বাতিল করা হয়েছে ৫৪টি লোকাল। ব্যস্ত নয়, এমন সময়ে বাতিল করা হয়েছে ট্রেন।’ তিনি আরও জানান, গত কয়েকদিনে ১৫-১৮ শতাংশ যাত্রী কমেছে। ফলে ট্রেন বাতিলে খুব একটা অসুবিধা হয়নি।

শিয়ালদা শাখায় কোন কোন ট্রেন বাতিল করা হল? জানা যাচ্ছে, শিয়ালদা-ব্যারাকপুর শাখায় পাঁচ জোড়া ট্রেন, শিয়ালদা-দত্তপুকুর-হাবরা-বনগাঁ শাখায় ৬ জোড়া, শিয়ালদা-নৈহাটি শাখায় ৪ জোড়া, শিয়ালদা-ডানকুনি শাখায় এক জোড়়া, শিয়ালদা-দমদম ক্যান্টনমেন্ট শাখায় এক জোড়া, নৈহাটি-রানাঘাট শাখায় এক জোড়া, হাসনাবাদ শাখায় এক জোড়া, শিয়ালদা-কল্যাণী শাখায় এক জোড়া, শিয়ালদা-বারুইপুর শাখায় দুই জোড়া, শিয়ালদা-ক্যানিং শাখায় চারজোড়া, শিয়ালদা-সোনারপুর-ডায়মন্ডহারবার শাখায় চার জোড়া, শিয়ালদা-বারুইপুর-লক্ষ্মীকান্তপুর শাখায় ২ জোড়া, সার্কুলার রেল শাখায় এক জোড়া ট্রেন বাতিল করা হয়েছে।

হাওড়া শাখায় কোন ট্রেন বাতিল করা হল? হাওড়া শাখায় ১৬টি প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। যার মধ্যে রয়েছেআজিমগঞ্জ-রামপুরহাট প্যাসেঞ্জার, রামপুরহাট-বর্ধমান প্যাসেঞ্জার, রামপুরহাট-আজিমগঞ্জ প্যাসেঞ্জার, আজিমগঞ্জ-নলহাটি প্যাসেঞ্জার, নলহাটি-আজিমগঞ্জ প্যাসেঞ্জার, আজিমগঞ্জ-কাটোয়া প্যাসেঞ্জার, কাটোয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার, বর্ধমান-রামপুরহাট প্যাসেঞ্জার, বর্ধমান-কাটোয়া প্যাসেঞ্জার, কাটোয়া-বর্ধমান প্যাসেঞ্জার, ব্যান্ডেল-বর্ধমান প্যাসেঞ্জার, বর্ধমান-ব্যান্ডেল প্যাসেঞ্জার। এছাড়াও বাতিল করা হয়েছে ১৯ জোড়া লোকাল ট্রেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*