‘দানা’র জন্য বৃহস্পতিবার রাত ৮টা থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ ভাবে বন্ধ

Spread the love

রোজদিন ডেস্ক:-

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। আছড়ে পড়বে পুরী ও সাগর দ্বীপের মাঝে। ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিমি। দানার প্রভাব পড়বে এ রাজ্যে, এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মোকাবিলায় একাধিক পদক্ষেপ করেছে রেল। ইতিমধ্যেই দুরপাল্লার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এবার দুর্যোগের আশঙ্কায় যাত্রী সাধারণের সুরক্ষার কথা চিন্তা করে কিছু লোকাল ট্রেনও বাতিল করল পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ।
ডিআরএম দীপক নিগম জানিয়েছেন, দানার প্রভাব পড়তে পারে, এই আশঙ্কায় ১৬০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল সন্ধে থেকে কয়েকটি শাখায় সম্পূর্ণ বন্ধ থাকবে ট্রেন চলাচল।
রেলের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ ভাবে বন্ধ থাকবে। শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে এই সময়ে কোনও ট্রেন ছাড়বে না। বৃহস্পতিবার সন্ধে ৭টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত, দক্ষিণ শাখার কোনও স্টেশন থেকেও শিয়ালদহর উদ্দেশে কোনও ট্রেন ছাড়বে না।
শুধু দক্ষিণ শাখা নয়, বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত শিয়ালদহ ও বারাসত থেকে হাসনাবাদ শাখাতেও ট্রেন চলাচল বন্ধ থাকবে। আর হাসনাবাদ থেকেও এই দুই স্টেশনের উদ্দেশে কোনও ট্রেন ছাড়বে না। লোকাল ট্রেন বাতিলের সঙ্গে একাধিক দুরপাল্লার ট্রেন বাতিলেরও সিদ্ধান্ত নিয়েছে রেল।
শিয়ালদহ শাখার রেলওয়ে আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ‘পরবর্তীতে আর কোনও ট্রেন বাতিল হলে আমরা বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেব।’
রেলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে আরও জানানো হয়েছে, ২৪ অক্টোবর ১৩১২৯ ​​কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস এবং ১৩১৩০ খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস বাতিল করা হয়েছে। সম্পূর্ণ টিকিট ভাড়া পদ্ধতি অনুযায়ী ফেরত দেওয়া হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*