প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা অনুযায়ী ৩ মে শেষ হচ্ছে দ্বিতীয় দফার লকডাউন। কিন্তু ভারত যে পরিস্থিতিতে রয়েছে, তাতে তারপরও ট্রেন কিংবা বিমান চালানো সম্ভব হবে না বলেই সূত্রের খবর।
জানা গিয়েছে, লকডাউন শেষ হলেও রেল কিংবা বিমান পরিষেবা মিলবে না। কারণ সেক্ষেত্রে সোশ্যাল ডিসট্যান্স মেনে চলা সম্ভব হবে না।
শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর নেতৃত্বে একটি বৈঠক হয়। সেখানে, একাধিক মন্ত্রী রেল ও বিমান পরিষেবা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলে খবর। ইতিমধ্যেই বিমান সংস্থাগুলিকে ৩ মে পর্যন্ত বুকিং না নিতে বলা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টের উপর নির্ভর করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।
শনিবার অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত দেশের মধ্যে বা আন্তর্জাতিক রুটে বিমান পরিবহনের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকার সিদ্ধান্ত জানানোর পরই বুকিং শুরু করবে এয়ারলাইনসগুলি।’
শনিবারই জানা যায়, ৪ মে দিন স্থির করে বুকিং খুলে দিয়েছে এয়ার ইন্ডিয়া। এই বিমান পরিবহণ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে কিছু নির্দিষ্ট দেশীয় রুটে বিমান চলাচল শুরু করতে চলেছে তাঁরা। ১ জুন থেকে আন্তর্জাতিক উড়ান পরিষেবা শুরু করতে চায় এই সংস্থা। তবে করোনা ভাইরাস থেকে উদ্ভুত পরিস্থিতি বিচার করার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এরপরই জল্পনা শুরু হয় যে লকডাউন কী তাহলে শেষ হয়ে যাবে? ওই খবর প্রকাশ্যে আসার পরই ব্যাখ্যা দিয়েছে কেন্দ্র।
Be the first to comment