ফের ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি। ফের থমকে গেল ট্রেন চলাচল। শিকেয় উঠল যাত্রী পরিষেবা। শনিবার ভোরের দিকে হুগলির দিয়ারা ও সিঙ্গুর স্টেশনের মাঝে ওভারহেডের তার ছিঁড়ে যায়। ফলে হাওড়া-তারকেশ্বর ডাউন লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। দীর্ঘসময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকে হাওড়াগামী ট্রেন। শুধু আপ লাইনেই ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
রেল সূত্রে খবর, মেরামতির কাজ শুরু হয়েছে। খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে। এ দিকে, হাওড়া-তারকেশ্বর ডাউন লাইন পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার তার প্রভাব পড়েছে অন্যত্রও। শ্যাওড়াফুলি থেকে হাওড়ার দিকে অধিকাংশ স্টেশনগুলিতে ভিড়। সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। নির্দিষ্ট সময়ের থেকে দেরিতে ঢুকছে অনেক লোকাল ট্রেন। বর্ধমান লোকাল, ব্যান্ডেল লোকাল স্টেশনে ঢুকেছে প্রায় ঘণ্টা খানেক দেরিতে।
যাত্রীদের অভিযোগ, ডাউন লাইন যে বন্ধ রয়েছে তার ঘোষণা হয় অনেক পরে। দীর্ঘ সময় স্টেশনে অপেক্ষা করার পর যাত্রীরা জানতে পারেন ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
Be the first to comment