আনলক ৪ শুরু হতেই মেট্রো ও লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক করার বিষয় নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়েছে। ইতিমিধ্যেই ধাপে ধাপে চালু হয়েছে দিল্লি মেট্রো। ১৪ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে কলকাতা মেট্রো। ওই একই দিনে চালু হবে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের পরিষেবাও। এবার পালা লোকাল ট্রেনের। বিভিন্ন মহলের জল্পনা যে, সব ঠিকঠাক এগোলে পুজোর আগে ধাপে ধাপে চালু হতে পারে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের লোকাল ট্রেন পরিষেবা।
সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যে ধাপে ধাপে ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে লোকাল ট্রেন পরিষেবা চালু করলে রাজ্য সরকারের কোনও আপত্তি থাকবে না । এবার রেলের তরফে তেমন ইঙ্গিত দেওয়া হল । তবে রেল মন্ত্রক ও রাজ্য সরকারের সঙ্গে আলোচনার পরে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে । ট্রেন চালু হলে কিভাবে ভিড় নিয়ন্ত্রণ করা হবে এবং কিভাবে স্বাস্থ্যবিধি মানা হবে তা নিয়ে চিন্তা-ভাবনাও চলছে ।
Be the first to comment