রাজ্য পরিবহন দফতর এর বড় সাফল্য। সূত্রের খবর, বিশ্ব ব্যাঙ্ক টাকা মঞ্জুর পরিবহন দফতর কে। বিশ্ব ব্যাঙ্ক এর সাবসিডিতে কলকাতার রাস্তায় ৮০টা ইলেকট্রিক বাস। দুর্গাপুর, আসানসোল এর জন্য ৩৪ আসনের ইলেকট্রিক বাস ৩০টা।
প্রতি বাসে খরচ ১ কোটির একটু বেশি। বিশ্ব ব্যাঙ্ক বাস প্রতি ৬০ লক্ষ টাকা করে সাবসিডি দিচ্ছে। ডিসেম্বরের মধ্যে এ ছাড়াও ৪১১টা নতুন বাস নামাচ্ছে পরিবহন দফতর। ইতিমধ্যেই রাজ্য সরকার ২০টা ইলেকট্রিক বাস কিনে ফেলেছে। সেগুলো কলকাতা ও রাজারহাট নিউটাউন এর রাস্তায় চলবে। তার বাইরে নতুন ১১০টা ইলেকট্রিক বাস ওয়ার্ল্ড ব্যাঙ্ক এর সাবসিডিতে পাচ্ছে রাজ্য। পরিবহন দফতর সূত্রের খবর।
পাহাড়ে চালানোর যোগ্য বিশেষ ধরণের নতুন ৮টা বাস কিনেছে রাজ্য সরকার, আগামী কিছুদিনের মধ্যেই পাহাড়ের রাস্তায় নামানো হবে সেই বাস। পাশাপাশি কালিম্পং-এ একটি ট্রাক টার্মিনাল এবং বাস বে তৈরির জন্য কাজ চলছে। অন্যদিকে মিরিক এর জন্য ৫ কোটি টাকা দিয়ে বাস টার্মিনাল বানাচ্ছে রাজ্য সরকার, বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে জানালেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।
এনবিএসটিসিতে চালু রয়েছে পড়ুয়াদের জন্য বিশেষ ছাড়ের স্মার্ট কার্ড। সেই ধরণের স্মার্ট কার্ড ডব্লুবিএসটিসি এবং এসবিএসটিসিতেও চালু করার কথা বিবেচনা করছে রাজ্য সরকার, বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে জানালেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী এও জানালেন।
কলকাতার ইলেকট্রিক বাসগুলো সিটিসি ট্রাম ডিপোতে চার্জ করা হবে বলে সূত্রের খবর
দূর্গাপুর আসানসোলের ইলেকট্রিক বাসগুলো এসবিএসটিসি বাস ডিপোতে চার্জ করা যাবে। পরিবহন আধিকারিকরা সার্ভে করে ফেলেছে.
এগুলো আজ অ্যাসেম্বলিতে অধিবেশনে জানালেন শুভেন্দু অধিকারী।
Be the first to comment