গাছের হৃদয়ে বিরাজ করছেন দেবী। বিশাল এই পৃথিবীকে ধংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। গাছ কেটে বনভূমি নষ্ট করা হচ্ছে ফলে তৈরি হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। আর এই সবের মাঝেই গাছ তার হৃদয় দিয়ে মাকে আগলে রেখেছে। পৃথিবী সৃষ্টির প্রথম থেকেই তিলে তিলে গাছ কেটে নিজেদের বিপদ ডেকে আনছে এই মানুষই। কারণ, বৃক্ষ নিধন করে মানুষ আস্তে আস্তে ধংসের দিকে এগিয়ে যাচ্ছে। আর সেই বিপদ থেকেই মানুষকে সচেতন করতে মেমারির সারদাপল্লি অরবিন্দপল্লি থিম ভাবনায় নিয়ে এসেছে সবুজায়ন। ৩০তম বর্ষে গাছ রক্ষা, পরিবেশ রক্ষা, জীব কুলকে রক্ষার বার্তা দিচ্ছে তাঁরা।
পূর্ব মেদিনীপুরের শিল্পী নয়ন মেট্যা এই পুজোর মূল ভাবনা, থিম, প্রতিমার দায়িত্বে। পুজো কমিটির সদস্য জানান, মণ্ডপের প্রবেশ পথে থাকছে বিশালাকৃতি একটি গ্লোব এবং সেখানে গাছ কাটা থেকে গাছ লাগানো এমনকি রক্ষনাবেক্ষণ থেকে পরিচর্যার চিত্র মডেল দিয়ে তুলে ধরা হয়েছে। এ ছাড়াও শিশু জন্মাবার পর নতুন গাছ লাগানোর লক্ষ্যে মুখ্যমন্ত্রীর সবুজশ্রী প্রকল্প তুলে ধরা হয়েছে। এ ছাড়াও মণ্ডপে ঢুকে দেখা যাবে ২টি বড়ো গাছ সঙ্গে বনভূমি, একটি গাছের কঠোরে মা দুর্গা। গাছ বাঁচাতে গেলে মাটিকে প্রথম দরকার বলে গাছের পাতা মাটির ভাঁড় দিয়ে তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই ভিড় এড়াতে প্রতিমা দর্শনে আসছে কচিকাঁচা থেকে মহিলারা। এমনকি সেলফি তুলতেও দেখা গেলো যুবক-যুবতিদের।
Be the first to comment