৩০ বছর আগে ত্রিবান্দ্রমে হওয়া প্রথম আন্তর্জাতিক ম্যাচের ক্যাপ্টেন ছিলেন রবি শাস্ত্রী

Spread the love

গতকাল ত্রিবান্দ্রমের স্টেডিয়ামে টি-২০ সিরিজের বৃষ্টি বিঘ্নিত ম্যাচ হলো ৩০ বছর পর। যে ম্যাচে বিরাট কোহলির টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডকে ৬ রানে হারিয়ে ২-১ সিরিজ জয় করে। দুর্দান্ত পারফরম্যান্স করে ভারতের বোলাররা। বিশেষ করে জসপ্রীত বুমরাহ।
৩০ বছর আগে ২৫ জানুয়ারী, ১৯৮৮ এই স্টেডিয়ামে শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে একদিনের আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল। যে ম্যাচের নেতৃত্বে ছিলেন ভারতের বর্তমান কোচ রবি শাস্ত্রী। সেই সময় ভারতের ক্যাপ্টেন বিরাট কোহলি জন্ম গ্রহন করেননি।
১৯৮৭-৮৮ সালের সেই সিরিজে ভারতকে ৭-১ এ হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এই স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচও ছিল। রবি শাস্ত্রীর নেতৃত্বে ভারতীয় দল প্রথমে ব্যাট করে ৪৫ ওভারে ৮ উইকেটে ২৩৯ রান করেছিলো। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেট হারিয়ে ৪২.৫ ওভারে ম্যাচ জিতে যায়।

তথ্য সংগ্রহেঃ রাজ

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*