অকালেই জীবনাবসান হলো তৃণা লাহিড়ীর। বিখ্যাত কার্টুনিস্ট চণ্ডী লাহিড়ির মেয়ে তৃণা। এটাই অবশ্য একমাত্র পরিচয় নয় তাঁর। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর করা তৃণা কার্টুন আঁকায় ছিলেন পারদর্শী। এর পাশাপাশি কাগজ নিয়ে কারিকুরি চলতো। বানাতেন অসাধারণ ওরিগামি।
বেশ কিছুদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। কঠিন রোগ সত্ত্বেও তাঁর উদ্যম ছিল অনুসরণ করার মতো। শুধু নিজের শরীরে বাসা বাঁধা রোগ নিরাময়ের চেষ্টা নয়। শুরু করেছিলেন ক্ল্যান্সার প্রতিরোধক ক্যাম্পেন। লড়াই করছিলেন অনেক দিন ধরে। কিন্তু শুক্রবার সকাল ৭টায় থেমে গেলো সেই লড়াই। রেখে গেলেন অসংখ্য শুভানুধ্যায়ী ও সহকর্মীকে। যারা তাঁর নিরলস কাজকে এগিয়ে নিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ। তৃণার রক্তে মাংসের শরীর হয়তো থাকবে না সেখানে। কিন্তু তাঁর অদম্য উৎসাহ, নিরলস পরিশ্রম প্রতিমুহূর্তে শরিক হবে এই মারণ রোগ বিরোধী লড়াইয়ে। জানিনা তৃণা যেখানে গেছেন সেখান থেকে তা দেখতে পাবেন কি না।
Be the first to comment