রাজনৈতিক পক্ষপাতিত্ব করছেন রাজ্যপাল, দাবী তৃণমূলের

Spread the love

তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে বলেন, নতুন রাজ্যপাল দায়িত্ব নেওয়ার ১৫ দিনের মধ্যেই সরকার ও সরকারি দফতরের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতপূর্ণ মন্তব্য করে নিজের স্বরূপ প্রকাশ করে ফেলেছেন। উনি নিরপেক্ষ ব্যক্তি নন। এমনকি রাজ্যপালের উদ্দেশে এদিন পার্থ চট্টোপাধ্যায় এও বলেন, অনুরোধ করছি নীরবতা বজায় রাখুন।

পার্থবাবু আরও বলেন, সংবিধান অনুযায়ী রাজ্য সরকার হল একটি নির্বাচিত প্রতিষ্ঠান। কেন্দ্রের সরকারও তাই। কিন্তু রাজ্যপালের পদ নির্বাচিত পদ নয়। ওই পদে কোনও ব্যক্তিকে মনোনীত করা হয় মাত্র। সংবিধানের বিভিন্ন ধারায় সরকার ও রাজ্যপালের এক্তিয়ার সুনির্দিষ্ট করা বলা রয়েছে। সংবিধানে রাজ্য সরকারের ভূমিকা এবং রাজ্যপালের ভূমিকা খুব স্পষ্ট করেই চিহ্নিত করা রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের মহাসচিব জানান, সাংবিধানিক এক্তিয়ারের অপব্যবহার এবং প্রাত্যহিক রাজনৈতিক গিমিক রাজ্যপালের এড়িয়ে চলা উচিত। আমাদের তৃণমূল কংগ্রেস সরকার, মানুষের সরকার। আমাদের কী করা উচিত, কী করা উচিত নয় সে বিষয়েও আমরা যথেষ্ট অবগত।

এ দিন উত্তরবঙ্গে গিয়ে বৈঠক ডেকেছিলেন রাজ্যপাল। ওই বৈঠকে রাজ্যের স্বরাষ্ট্রসচিব, মন্ত্রী, জনপ্রতিনিধি, পুলিশ কর্তা, বিরোধী দলের নেতাদের ডাকা হয়েছিল রাজভবনের তরফে। কিন্তু সরকারি দলের জনপ্রতিনিধি আর আমলা-পুলিশ ছাড়া বাকি সবাই ছিলেন বৈঠকে। প্রশাসনের মাথাদের বৈঠকে হাজিরা নিয়ে রাজ্যপালের সরস মন্তব্য করে বলেছিলেন, “হয়তো স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী গৌতম দেব, পুলিশ কর্তা—সবার একসঙ্গে কাজ পড়ে গিয়েছে। তাই আসতে পারেননি। পরের বার নিশ্চয়ই তাঁরা আসবেন!”

পার্থ চট্টোপাধ্যায়ের বিবৃতি-

The new Governor, within 15 days of joining has exposed himself that he is not a neutral person, by making politically biased statements against the government officers and government departments.

As per our Constitution, the State Government is an elected body. So is the Central Government. But Governor is a nominated post and not an elected one.

As per the provision of the Constitution, the jurisdictions have earmarked the role of the State Government and the role of the Governor.

West Bengal is a beautiful state. The Governor must visit beautiful places in West Bengal and enjoy the hospitality of the State Government. This is desirable.

What is not desirable is a Constitutional position, unnecessarily becoming over-active, interfering in all respects of government business and government officers.

The Governor should not misuse the Constitutional jurisdiction and should avoid political gimmicks everyday.

Our TMC Government is peoples’ government and is aware what to do and what not to do.

Silence please !!!!!?????

Partha Chatterjee
Secretary General, Trinamool Congress

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*