কলকাতার মেয়র ও ডেপুটি মেয়রের সামনেই তৃণমূলের গোষ্ঠীকোন্দোল, হাতাহাতিতে মাথা ফাটল ৩ কর্মীর

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:– দমদম সেভেন ট্যাঙ্কসের কাছে কলকাতা পুরসভার সরকারি অনুষ্ঠানে মেয়র ও ডেপুটি মেয়রের সামনেই হাতাহাতির জেরে মাথা ফাটল ৩ জন তৃণমূল কর্মীর।
সোমবার বিকেলে কলকাতা পুরসভার জল প্রকল্পের একটি অনুষ্ঠানে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম ও ডেপুটি মেয়র অতীন ঘোষের সামনেই শাসক দলের গোষ্ঠীকোন্দোলের জেরে মাথা ফাটল ৩ জন তৃণমূল কর্মীর।
সূত্রের খবর, ওই সরকারি অনুষ্ঠানের জন্য এদিন দুটি মঞ্চ তৈরি করা হয়। মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম কার মঞ্চে প্রথম যাবেন সেই নিয়েই অশান্তির সূত্রপাত। জানা যাচ্ছে, কলকাতা পুরসভার ২ এবং ৩ নম্বর ওয়ার্ডের দুটি গোষ্ঠীর মধ্যে হয় এই গন্ডগোল। এরপরই হাতাহাতিতে শান্তনু সেন ঘনীষ্ঠ এক তৃণমূল কর্মীর মাথা ফাটে। এরপরই মেয়র ও ডেপুটি মেয়রের সামনেই উত্তেজনা চরমে পৌঁছায়।
এরপরই মেয়র ও ডেপুটি মেয়র দুজনেই রাস্তায় নেমে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করেন। এদিন মঞ্চ থেকে কর্মী সমর্থকেরা উদ্দেশ্যে বারবার বলতে শোনা যায়, ‘প্রোগ্রামটা চালিয়ে যেতে দাও, তোমরা সবাই বসে যাও, আমি অনেক দূর থেকে আসছি। অনুষ্ঠানটি চালিয়ে যেতে দাও, না হলে মনের দুঃখ নিয়ে বাড়ি যাবো।’
জানা যাচ্ছে, মেয়র ও ডেপুটি মেয়েরের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অনুষ্ঠানটি শেষ পর্যন্ত হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*