নিউ ফরাক্কা হাইস্কুলের প্রধান শিক্ষককে মারধর করে পা ভেঙে দেওয়ার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- নিউ ফরাক্কা হাইস্কুলের প্রধান শিক্ষককে মারধর করে পা ভেঙে দেওয়ার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা। মুর্শিদাবাদের ফরাক্কা হাইস্কুলে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে গ্রেফতার হয় তৃণমূল বিধায়ক-ঘনিষ্ঠ ও শাসক নেতা অরুণময় দাস। তিনি হলেন স্কুল পরিচালন কমিটির সভাপতি ও তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি । গত ৩১ জানুয়ারি স্কুলের অ্যাকাডেমিক ক্যালেন্ডার তৈরি নিয়ে বৈঠকে শুরু হয় গোলমাল । সেই গোলমালের জেরে হাইস্কুলের প্রধান শিক্ষক মণিরুল ইসলামকে মেরে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল। ওই ঘটনায় তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামের ঘনিষ্ঠ অরুণময় দাস-সহ ৫ জনের নামে ফরাক্কা থানায় অভিযোগ দায়ের হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*