নেতাজি ইন্ডোরে তৃণমূলের সভায় হুড়োহুড়ি, ভাঙল দরজার কাঁচ, হাত কাটল রাজ্যের মন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- নেতাজি ইন্ডোরে তৃণমূলের সাংগঠনিক সভাকে কেন্দ্র করে হুড়োহুড়ি। ভাঙল দরজার কাঁচ। হাত কাটল রাজ্যের মন্ত্রীসহ বেশ কয়েকজন কর্মীর।

বৃহস্পতিবার নেতজি ইন্ডোরে তৃণমূলের সাংগঠনিক বৈঠককে কেন্দ্র করে উত্তেজনার পারদ চড়ছিল বুধবার থেকেই। আশঙ্কা করা হচ্ছিলো নেতাজি ইন্ডোরের আসন সংখ্যা যত তার থেকে বেশি সংখ্যায় কর্মী-সমর্থকেরা উপস্থিত হবে। বৃহস্পতিবার সকাল হতেই সেই আশঙ্কাই সত্যি হল। এদিন সকাল ১১টায় স্টেডিয়ামের গেট খুলতেই ভিতরে প্রবেশের জন্য শুরু হয়ে যায় হুড়োহুড়ি। তৈরি হয় চরম বিশৃঙ্খলা। ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় স্বেচ্ছাসেবক থেকে পুলিশকর্মীদের। এরই মাঝে স্টেডিয়ামের একটি কাঁচ ভেঙে ঘটে বিপত্তি। জানা যায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে ঢোকার মুখে হুড়োহুড়িতে দরজার একটি কাঁচ ভেঙে রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী তথা মন্ত্রী দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের বিধায়ক বিপ্লব মিত্রর হাতে পরে হাত কেটে যায়। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে এসএসকেএমে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। মন্ত্রী ছাড়াও ওই ভাঙা কাঁচে আহত হন আরও বেশ কয়েকজন তৃণমূল কর্মী। ধাক্কাধাক্কির মুখে পড়তে হয়েছে সাংবাদিকদেরও। ফলে তাঁদের নিরাপদ জায়গায় সরাতে কনফারেন্স রুমে ঢুকিয়ে দেওয়া হয়।
প্রসঙ্গত, প্রায় ১ বছর ৩ মাস পর হতে চলেছে তৃণমূলের কর্মীসভা। অন্যদিকে সামনেই বিধানসভা নির্বাচন আর তার আগেই দলকে চাঙ্গা করতে এই সাংগঠনিক সভা বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। যদিও খুব কম সময়ের মধ্যেই এই সভার আয়োজন করা হয়। তৃণমূল সূত্রের খবর, নেতাজি ইন্ডোরে আসন সংখ্যার কথা মাথায় রেখেই ডেলিগেট সংখ্যা করা হলেও। বুধবার থেকে শহরে যে হারে কর্মী সমর্থকরা আসতে শুরু করেছিলেন তা দেখে দলের শীর্ষস্থানীয় নেতৃত্বরা অনেকেই জায়গা দিতে পারবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। বৃহস্পতিবার সকালে সেই সংশয় সঠিক হল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*