বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের সমবায় সমিতির সবকটি আসনে জয় তৃণমূলের

Spread the love

রোজদিন ডেস্ক,কলকাতা :- শুভেন্দু অধিকারীর পর সুকান্ত মজুমদারের গড়েও ধাক্কা বিজেপির। বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের সমবায় সমিতির ভোটে বিজেপিকে ধুয়ে-মুছে দিল তৃণমূল। ছয়টি আসনের ছয়টিতেই জয়ী হয়েছে তাঁরা। রবিবার বিকেলে ফলাফল বেরতেই সবুজ আবির উড়িয়ে আনন্দে মেতে ওঠেন দলীয় কর্মী সমর্থকরা। এদিন বোয়লদারের কাঞ্জিয়ালসি এলাকায় ওই সমবায় সমিতির ভোটগ্রহণ হয়। দুপুর নাগাদ ভোট শুরু হয়। মোট ভোটার ছিলেন প্রায় ৬৭৫ জন। এদিনই ভোটের ফল ঘোষণা করেন প্রশাসনিক আধিকারিকরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল পুলিশ।

প্রশাসন সূত্রে খবর, ওই সমবায় সমিতির ছয়টি আসনের মধ্যে তিনটি সংরক্ষিত এবং তিনটি অসংরক্ষিত। সব আসনেই বাম, বিজেপি ও তৃণমূল সমর্থিত প্রার্থীরা ভোটে অংশ নেন। সুকান্ত মজুমদারের গড় হলেও নির্বাচনে বিজেপি সমর্থিত প্রার্থীরা সেভাবে দাগ কাটতে পারেনি। ভোটের পর দেখা যায় ছয় আসনে ছয়টিতেই তৃণমূল জয়ী হয়েছে। এরপরেই তৃণমূল কর্মীরা উল্লাসে মেতে ওঠেন। জয়ের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মফিজউদ্দিন মিয়াঁ, তৃণমূলের আদিবাসী সেলের জেলা সভাপতি সন্তোষ হাঁসদা, বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার, বালুরঘাট ব্লক সভাপতি কৌশিক চৌধুরী, বোয়ালদার পঞ্চায়েতের পূর্ত সঞ্চালক প্রদ্যুৎ মণ্ডল সহ অন্যান্যরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*