মঙ্গলবার শ্রীলঙ্কায় শুরু হচ্ছে ত্রিদেশীয় টি-২০ সিরিজের টুর্নামেন্ট। ভারত ছাড়াও টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ ও আয়োজক শ্রীলঙ্কা। মঙ্গলবার প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত খেলতে নামছে। বৃহস্পতিবার বাংলাদেশের মুখোমুখি হবে তারা। বিরাট কোহালি, মহেন্দ্র সিংহ ধোনি, ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরাকে ছাড়াই শ্রীলঙ্কায় দল নিয়ে গিয়েছে ভারত। চোটের জন্য কুলদীপ যাদবও শ্রীলঙ্কায় আসতে পারেননি। তবে এই নিয়ে খুব একটা দুশ্চিন্তায় নেই ভারতের অধিনায়ক রোহিত শর্মা। দলে এক ঝাঁক তরুণ ক্রিকেটার, যাঁদের আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা তেমন নেই। রয়েছেন ঋষভ পন্থ, বিজয় শঙ্কর, মহম্মদ সিরাজ, দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুরের মতো কিছু ভবিষ্যতের তারকারা। ধোনির অনুপস্থিতিতে প্রথম দলে উইকেটকিপারের দায়িত্ব কে পান সেটা নিয়ে দেখার আছে। লড়াই ঋষভ পন্থ এবং দীনেশ কার্তিকের। দীনেশ কার্তিক, যিনি আইপিএলে কেকেআরের অধিনায়ক হয়েছেন। আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে রোহিত ও শিখর ধবন ওপেন করলে লোকেশ রাহুলের প্রথম এগারোয় জায়গা হওয়া কঠিন। ফর্মে থাকা সুরেশ রায়না ও মণীশ পাণ্ডের তিন ও চার নম্বর জায়গা প্রায় পাকা। স্পিন বিভাগে যুজবেন্দ্র চহালের সঙ্গী হতে পারেন ওয়াশিংটন সুন্দর। একজন অলরাউন্ডার নেওয়া হলে বিজয় শঙ্করের খেলার সম্ভাবনা রয়েছে। নতুন বল শার্দূল ও উনাদকাটের প্রথম দলে থাকার সম্ভাবনা প্রবল।
ফাইল ছবি
Be the first to comment