রোজদিন ডেস্ক:-
আজ সুপ্রিম কোর্টের আর জি করের মামলার শুনানির দিন। আর এর সাথেই চলছে চারিদিকে ইডির তলব । ইতিমধ্যেই সাতসকালে শুরু হয়ে গেছে চারিদিকে ইডির অভিযান। সিবিআই এর হাতে আর জি করের মামলা আসার পরে যোগ দিয়েছে ইডিও।
মঙ্গলবার সাত সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ইডির তল্লাশি। বাদ পরল না তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িও।
শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় ছিলেন আরজিকরের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। গত বৃহস্পতিবার সুদীপ্ত রায়ের সিঁথির মোড়ের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। এর আগে সুদীপ্ত রায় জানিয়েছিলেন তিনি ইডির সাথে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন।
শুধুমাত্র এখানেই থেমে থাকেনি ইডির অভিযান। সুদীপ্ত রায় এর বাড়ির সাথে সাথে দক্ষিণ বালিগঞ্জের সার্কুলার রোডেও পৌঁছে যায় ইডি এক ওষুধ ব্যবসায়ীর বাড়িতে। এছাড়া জানা যায় কলকাতার বাইরেও ইডি র তলব চলছে বিভিন্ন জায়গায়।
Be the first to comment