বাংলা ছাড়াও দেশের ১৪টি রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল কংগ্রেস; জানালেন ডেরেক

Spread the love

ভিডিও সৌজন্যে- (অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস)

আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের অনান্য ১৪টি রাজ্যে লড়াই করবে তৃণমূল কংগ্রেস। রবিবার ভুবনেশ্বরে দলীয় দফতরে সাংবাদিক বৈঠক করেন দলের মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন। তিনি এদিন জানিয়ে দেন, পশ্চিমবঙ্গ ছাড়াও আরও ১৪টি রাজ্যে লোকসভা ভোটে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি ডেরেক এদিন সাফ জানিয়ে দেন, ধীরে কিন্তু অবিচলিত বৃদ্ধি। বিভিন্ন রাজ্যে আমরা তাসের বাড়ি বানাতে চাই না, তবে একটি দৃঢ় ভিত্তি গড়ে তুলতে চাই। কথা কম, কাজ বেশী; এটাই এখন বাংলার মূল মন্ত্র। বাংলার দিকে নজর দিলে চোখে পড়বে উন্নয়নের প্রকৃত চিত্র। ডেরেক আরও জানান, ২০১৯ লোকসভা নির্বাচনে আমাদের দলের অবস্থান খুব পরিষ্কার।

১. ২০১৯ বিজেপি ফিনিশ

২. মোদী হঠাও, দেশ বাঁচাও

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জানান, আগামী লোকসভা ভোটে তৃণমূলের নেতৃত্বাধীন বিরোধীদের মহাজোট অন্তত ১৫০ থেকে ১৬০টি আসন পাবে। এছাড়াও ডেরেকের বক্তব্যে উঠে আসে নোট বাতিল, জিএসটির মতো একাধিক ইস্যু।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*