তাৎক্ষণিক তিন তালাক নিয়ে রাজ্যসভায় অডিন্যান্স আনতে চলেছে কেন্দ্র

Spread the love

তাৎক্ষণিক তালাককে বেআইনি বলে আগেই বিল পাশ করেছে কেন্দ্র ৷ এবার সেই সিদ্ধান্তকেই আরও মজবুত করতে ‘তাৎক্ষণিক তালাক বেআইনি ও অপরাধযোগ্য’-এই মর্মেই অডিন্যান্স নিয়ে আসতে চলেছে কেন্দ্র৷ জানা গিয়েছে, রাজ্যসভায় এই বিষয়টি অন্তর্ভূক্ত করলেই তা পাশ হয়ে যাবে আর আগামী লোকসভার বাদল অধিবেশনে তা ধ্বনি ভোটেও পাশ করিয়ে নেওয়া যাবে৷ যদিও অনেক আগেই বিরোধী সাংসদরা এই আইনকে সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি জানায়। সেই মত কেন্দ্রীয় সরকার সব রাজ্যে প্রস্তাব পাঠালে বেশিরভাগ রাজ্যই তা সমর্থন করে।

বিশেষত, গত বছর লোকসভায় পাশ করানো হয়েছিল তিন তালাক অপরাধমূলক অভিযোগ। বলা হয়েছিলো যাঁরা মুখে তিন তালাক বলে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করবেন তাঁদের ৩ বছর পর্যন্ত জেল হবে। তারপরই গত বছরের আগাস্টে তিন তালাককে অসাংবিধানিক বলে আখ্যা দেয় কেন্দ্র ৷ কিন্তু তারপরেও এই প্রবণতা কমেনি, মুসলিম মহিলাদের কাছ আসে একাধিক অভিযোগ।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*