আজ লোকসভায় সংশোধিত তিন তালাক বিল নিয়ে বিতর্ক। বিতর্কের পর ভোটাভুটিরও সম্ভাবনা। গতকালই দলীয় সাংসদদের অধিবেশনে উপস্থিত থাকতে হুইপ জারি করে বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যেই নতুন তিন তালাক বিলে তীব্র আপত্তি জানিয়েছে বিরোধীরা। ফলে বিল নিয়ে উত্তপ্ত হতে পারে সংসদ।
চলতি বছরের সেপ্টেম্বরেই তিন তালাক নিয়ে অর্ডিন্যান্স জারি করে কেন্দ্র। ৬ মাসের মধ্যেই সংসদে পাস না হলে, অর্ডিন্যান্সের মেয়াদ অতিক্রান্ত হবে। হিন্দি বলয়ে ভোটে ভরাডুবির পর উনিশের ফাইনালের আগে চাপে টিম মোদি। এই পরিস্থিতিতেই আজ তিন তালাক নিয়ে আলোচনা। ড্যামেজ কন্ট্রোলে তুরুপের তাস হতে পারে তিন তালাক বিল।
Be the first to comment