রাজ্যসভায় পেশ হলো তাৎক্ষণিক তিন তালাক বিরোধী বিল

Spread the love

গত ২৫জুলাই লোকসভায় পাশ হয়েছিল তাৎক্ষণিক তিন তালাক বিরোধী বিল ৷ বিলটিতে তাৎক্ষণিক তিন তালাকের মতো ঘটনাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে ৷ আর মঙ্গলবার বিলটি পেশ হল রাজ্যসভায়। প্রসঙ্গত, গত বছরের ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় সরকার তাৎক্ষণিক তিন তালাকের বিষয়ে একটি বিল পেশ করে। বিল অনুযায়ী, কেউ তাঁর বিবিকে তাৎক্ষণিকভাবে তিনবার তালাক বলে বিবাহবিচ্ছেদ ঘটালে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন। ডিসেম্বরে তা লোকসভায় পাশ হওয়ার পর রাজ্যসভায় আটকে যায়। বিরোধী দলগুলি বিলে জামিনের বিষয়টি রাখার কথা বলে। এ বিষয়ে একটি কমিটি গঠনেরও দাবি জানায় তারা। তবে তা মানেনি সরকার।

আজ লোকসভায় বিলটি পাশের পর আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ বলেন, পাকিস্তান ও মালয়েশিয়া সহ বিশ্বের ২৪টি ইসলাম ধর্মাবলম্বী দেশে তিন তালাক নিষিদ্ধ করা হয়েছে ৷ কেন ধর্মনিরপেক্ষ ভারত তা পারবে না? তিনি বলেন, তিন তালাক উচ্চারণের মাধ্যমে বিবাহ বিচ্ছেদের প্রথাকে অসাংবিধানিক রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু, তারপরও তিন তালাক প্রথা চলছে ৷ পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ২০১৭ সালের জানুয়ারি থেকে অন্তত ৫৭৪টি তিন তালাকের ঘটনা সংবাদমাধ্যম সামনে নিয়ে এসেছে ৷ আগাস্ট মাসে সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে সেই সংখ্যাটা ৩০০র বেশি ৷

আইনমন্ত্রী আরও বলেন, এই প্রথাকে অপরাধযোগ্য করার মধ্যে সমস্যা কোথায়? যখন পণ বা পারিবারিক হিংসার আইনের ধারায় হিন্দু ও মুসলিমদের জেল হয়, তখন তো কেউ কিছু বলে না ৷

কংগ্রেস, তৃণমূল, বিজু জনতা দল, ওয়াই এস আর কংগ্রেস সহ বিরোধীরা বিলটির বিরোধিতা করে। AIMIM সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি বলেন, ইসলামে ৯ ধরনের তালাক রয়েছে ৷ আপনারা বিবাহ প্রতিষ্ঠানটিকে ধ্বংস করে মহিলাদের রাস্তায় আনতে চাইছেন ৷ বিরোধীরা বিলে একাধিক সংশোধন দাবি করে ৷ কংগ্রেস সহ অন্য বিরোধীরা দাবি করে, বিলটিকে স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হোক ৷ ওয়াকআউট করে তৃণমূল, জেডি(ইউ) ও কংগ্রেস। বিরোধিতা সত্ত্বেও ধ্বনি ভোটে পাশ হয়ে যায় বিলটি ৷ বিলের পক্ষে ৩০২টি ভোট পড়ে ৷ বিপক্ষে পড়ে ৭৮টি ভোট ৷ আর আজ রাজ্যসভায় বিলটি পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ ৷

দেখুন ভিডিও!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*