রাজ্যসভাতেও পাশ হলো তাৎক্ষণিক তিন তালাক বিল

Spread the love

রাজ্যসভায় পাশ হয়ে গেল তাৎক্ষণিক তিন তালাক বিল ৷ যার জেরে তাৎক্ষণিক তিন তালাক ভারতীয় আইনে একটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। এর আগে লোকসভায় পাশ হয়েছিল এই বিল ৷ তারপর মঙ্গলবার রাজ্যসভায় ধ্বনিভোটে পাশ হলো এই বিল ৷ এই বিল পাশের পক্ষে ৯৯ টি ও বিপক্ষে ৮৪টি ভোট পড়ে ৷ এবার রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে বিলটি ৷ আর বিল পাশের পর প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়া, ”প্রাচীন ও মধ্যযুগীয় প্রথার অবসান হল ৷ ”

এর আগে লোকসভায় ২৫ জুলা ই ৩০৩-৮২ ভোটে পাস হয়েছিল এই বিল । জেনে নিন এই বিল অনুযায়ী কী সুবিধা পাবেন ইসলাম ধর্মাবলম্বী মহিলারা ও কীভাবে প্রযোজ্য হবে এই আইন। এই বিলের ক্লস ৩ অনুযায়ী, লিখিত বা বৈদ্যুতিন মাধ্যমে তাৎক্ষণিক তালাক বা বিবাহবিচ্ছেদ (তালাক-ই-বিদাত) অবৈধ। তাৎক্ষণিক তিন তালাক একটি ফৌজদারি অপরাধ যার জেরে ৩ বছরের জেল ও জরিমানা হতে পারে। মুসলিম স্বামী কর্তৃক তাঁর স্ত্রীর উপর মৌখিক, লিখিত ও বৈদ্যুতিন তাৎক্ষণিক তালাক আজ থেকে অবৈধ।

যে মুসলমান মহিলাকে তাঁর স্বামী এই নির্দিষ্ট প্রক্রিয়ায় তালাক দিয়েছেন তিনি তাঁর বিচ্ছিন্না স্ত্রী ও সন্তানদের ভরণপোষণের জন্য ম্যাজিস্ট্রেটের নির্ধারিত খোরপোষ দিতে বাধ্য থাকবেন। এছাড়াও, নাবালক সন্তানদের হেফাজতে রাখার অধিকারও পাবেন স্ত্রী।

Code of Criminal Procedure, 1973 এর আইনের পাশাপাশি ধার্য হবে এই আইনও । একমাত্র ম্যাজিস্ট্রেটের সম্মতিতেই ধার্য হবে বিবাহবিচ্ছেদ । তাৎক্ষণিক তিন তালাকের অভিযোগ নিতে বাধ্য কর্তব্যরত পুলিশ অফিসার ।

যতক্ষণ না ম্যাজিস্ট্রেট ও অভিযোগকারিণীর বয়ান শোনা হচ্ছে, তাৎক্ষণিক তিন তালাকে অভিযুক্ত জামিন পাবেন না । বয়ান শোনার পর সন্তোষজনক ভিত্তিতেই জামিন পেতে পারেন অভিযুক্ত।

প্রসঙ্গত, তাৎক্ষণিক তিন তালাক প্রক্রিয়াকে অপরাধ ঘোষণা করার দাবিতে তিন তালাক বিলের প্রস্তাব এনেছিল বিজেপি সরকার । ২০১৭ সালেই তাৎক্ষণিক তিন তালাককে অসাংবিধানিক ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট ।

যদিও এদিন ভোটাভুটির সময় উপস্থিত ছিলেন না একাধিক সাংসদ । ছিলেন না বিএসপি, টিআরএসের সাংসদরা। যদিও সংসদে আইনমন্ত্রী রবি শংকর প্রসাদ জানিয়েছিলেন মুসলমান মহিলাদের অধিকার রক্ষার্থেই এই বিলকে গুরুত্ব দিচ্ছে মোদী সরকার যদিও সেই দাবি নিয়ে আপত্তি তুলেছিলো বিরোধীপক্ষ।

দেখুন ভিডিও-


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*