আজই রাজ্যসভায় তিন তালাক বিল পেশ করবে কেন্দ্র, সাংসদদের হাজিরায় জারি হুইপ

Spread the love

লোকসভায় পাস হয়ে গিয়েছে তিন তালাক বিল ৷ এবার পরীক্ষা রাজ্যসভায় ৷ আজ অর্থাত্‍‌ সোমবার রাজ্যসভায় তিন তালাক বিল পেশ করবে কেন্দ্র ৷ ভোটাভুটি হবে বিল নিয়ে ৷ তাই সাংসদদের হাজিরায় হুইপ জারি করল বিজেপি ও কংগ্রেস ৷ তিন তালাক বিল আইন হয়ে গেলে জামিন-অযোগ্য ফৌজদারি অপরাধের তকমা পাবে তিন তালাক প্রথা। সে ক্ষেত্রে অভিযুক্ত স্বামীর শাস্তি হবে তিন বছর পর্যন্ত জেল ও জরিমানা। আর স্ত্রী পাবেন ভরনপোষণ ও খোরপোষ৷

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার লোকসভায় পাস হয়ে গিয়েছে তিন তালাক বিল ৷ বিলের পক্ষে ভোট পড়ে ২৪৫টি ৷ বিলের বিপক্ষে ভোট পড়ে ১১ ৷ বিলের বিরোধিতায় লোকসভা থেকে ওয়াক-আউট করে এআইএডিএমকে ৷ কয়েকটি সংশোধনীর পর গত ১৭ ডিসেম্বর তিন তালাক বিল নিয়ে অর্ডিন্যান্স জারি করে বিলটিকে লোকসভায় পেশ করে কেন্দ্র ৷ গত সেপ্টেম্বরে অর্ডিন্যান্স জারি করা হয় ৷ ৬ মাসের মধ্যেই সংসদে পাস না হলে, অর্ডিন্যান্সের মেয়াদ অতিক্রান্ত হবে। হিন্দি বলয়ে ভোটে ভরাডুবির পর ২০১৯ লোকসভা ভোটের আগে চাপে টিম মোদি। এই পরিস্থিতিতেই ড্যামেজ কন্ট্রোলে মোদি সরকারের তুরুপের তাস হতে পারে তিন তালাক বিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*