বহুদিন ধরে চলছিল টানাপোড়েন। অবশেষে তিন তালাক বিল পাস হয়ে গেল লোকসভায়। বৃহস্পতিবার লোকসভায় এই বিল পাস হল। এই বিল অনুসারে তিন তালাক দেওয়ার অপরাধে পুরুষদের কারাদণ্ড হতে পারে। তিন তালাককে এই বিলে শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হবে। এদিন মুসলিম উওমেন বিল এনে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, এর মাধ্যমে নারী-পুরুষের সমান অধিকার প্রাধান্য পাবে। তিনি আরও বলেন, পাকিস্তান, মালয়েশিয়া সহ বিশ্বের ২০টি দেশ যদি তিন তালাক নিষিদ্ধ করতে পারে, তাহলে আমরা পারব না কেন?
তবে বিরোধীদের দাবি, একটি পার্লামেন্টারি কমিটি তৈরি করে বিরোধীদের নিয়ে আলোচনা করা দরকার ছিল। কেন এত তাড়াতাড়ি এই বিল পাস করানো হল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধীরা। প্রসঙ্গত, দ্বিতীয়বার মোদী সরকার ক্ষমতায় আসার পর এটিই প্রথম বিল লোকসভায় পেশ করা হয়।
এদিন ৩০৩ ভোটে পাস হয় তিন তালাক সংক্রান্ত এই বিল। এই বিল পাস করানোর প্রতিবাদে লোকসভা থেকে ওয়াক আউট করে কংগ্রেসও। বিলের বিরুদ্ধে ভোট দেন ৮২ জন সাংসদ। যদিও তৃণমূল কংগ্রেস, কংগ্রেস ও জেডিইউ এর বিরোধিতা করেছে। এদিন ভোটাভুটি শুরুর আগেই লোকসভায় ওয়াকআউট করে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস ও জেডিইউ।
Be the first to comment