ত্রিপুরার চড়িলাম বিধানসভা আসনে শেষ হলো ভোটাভুটি

Spread the love

সোমবার ত্রিপুরার চড়িলাম বিধানসভা আসনে চলছে ভোটগ্রহণ। এদিন সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। বেলাশেষে ভোটদানের হার ৮০ শতাংশ। ৪০টি কেন্দ্রে মোট ৩৬ হাজার ৮৪০ জন ভোটার ৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। ওই কেন্দ্র থেকে লড়াই করছেন, তাঁরা হলেন বামফ্রন্ট প্রার্থী পলাশ দেববর্মা, বিজেপি-র জিষ্ণু দেববর্মা, আইএনপিটি প্রার্থী উমাশঙ্কর দেববর্মা, নির্দল প্রার্থী জ্যোতিলাল দেববর্মা ও কংগ্রেস প্রার্থী অর্জুন দেববর্মা।

এদিকে শেষলগ্নে বামফ্রন্টের তরফে প্রার্থী প্রত্যাহারের ঘোষণা করা হয়। এবিষয়ে তাদের অভিযোগ, রাজ্যে এখন সন্ত্রাসের পরিবেশ, এই অবস্থায় ভোটগ্রহণ সম্ভব নয়। তাই নির্বাচন কমিশনের কাছে ভোট পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিল তারা। কিন্তু নির্বাচন কমিশন তাতে রাজি না হওয়ায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে বামেরা। পাশাপাশি মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত দিনের পর নাম প্রত্যাহার করায় ইভিএমে পলাশ দেববর্মার নাম রয়েছে। ফলে কেউ তাতে ভোট দিলে ভোট পড়বে। যদিও নির্বাচন ঘিরে কোনও অশান্তির খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গতমাসের ১৮ তারিখ ত্রিপুরায় ভোটগ্রহণ হয়। কিন্তু চড়িলাম কেন্দ্রে  ভোটের প্রচারে বেরিয়ে বামফ্রন্ট প্রার্থী নারায়ণ দেববর্মার মৃত্যু হয়। তাই স্থগিত হয়ে যায় ওই কেন্দ্রের নির্বাচন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*