ত্রিপুরায় ভোটের ময়দানে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। চলতি সপ্তাহের শুরুতে দলীয় প্রার্থীদের সমর্থনে ঐতিহাসিক পদযাত্রা করে প্রচারে ঝড় তুলেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাত্র ৩দিনের ব্যবধানে শুক্রবারই ত্রিপুরার দুই বিধানসভা কেন্দ্রে জনসভা করবেন অভিষেক। আর একেবারে শেষলগ্নে ত্রিপুরায় কালারফুল প্রচার করবেন দলের একঝাঁক তারকা ও হেভিওয়েট নেতা-মন্ত্রীরা।
আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। প্রচার শেষ হচ্ছে ১৪ ফেব্রুয়ারি। তৃণমূল সূত্রের খবর, শেষবেলায় প্রচারকে আরও রঙিন করতে রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি ত্রিপুরায় যাচ্ছেন দলের অন্যতম মুখপাত্র এবং পশ্চিমবঙ্গ রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সেদিন ত্রিপুরায় জোড়া সভা করার কথা কুণাল ঘোষের। ওইদিন তিনি একটি সাংবাদিক বৈঠকও করবেন বলে তৃণমূল সূত্রে খবর।
বাংলার দুই হেভিওয়েট মন্ত্রী ফিরহাদ হাকিম এবং ব্রাত্য বসু এবং তারকা সাংসদ নুসরত জাহানও প্রচারে যাচ্ছেন। প্রার্থীদের সঙ্গে নিয়ে তাঁদের রোড-শো করার কথা আছে। গতসপ্তাহে ইস্তেহার প্রকাশের দিনও ত্রিপুরায় গিয়েছিলেন ব্রাত্য। এছাড়াও ত্রিপুরার মাটি কামড়ে পড়ে রয়েছেন দলের বেশকিছু ছাত্র-যুব নেতৃত্ব।
Be the first to comment