অসমের পর ছেলেধরার গুজবে এবার অতিষ্ঠ ত্রিপুরা

Spread the love

অসমের পর ছেলেধরার গুজবে এবার অতিষ্ঠ ত্রিপুরা। বৃহস্পতিবার ছেলেধরা সন্দেহে পিটিয়ে মারা হয়েছে এক হকারকে। তার দুই সঙ্গী গুরুতর জখম। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৪৮ ঘণ্টা রাজ্যে ইন্টারনেট-মোবাইল নিষিদ্ধ করেছে ত্রিপুরা সরকার। উত্তরপ্রদেশের মুজফরনগরের বাসিন্দা জাহির খান, বিহারের গুলজার আহমেদ খান ও খুরশিদ খান এবং ত্রিপুরার আগরতলার স্বপন মিয়া ছোটখাটো ইলেকট্রিক সরঞ্জাম বিক্রি করতে সিধাই মোহনপুরে যান। পুলিশ জানায়, সেই অঞ্চলে ছেলেধরার গুজব আগেই ছড়িয়েছিল। স্থানীয় বাসিন্দারা তাদের গাডি় দেখে চড়াও হয়ে মারতে শুরু করে। তাদের উদ্ধারের জন্য পুলিশকে টিয়ার গ্যাস ও শূন্যে গুলি ছুঁড়তে হয়। তিনজন পুলিশকর্মীও আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোশাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরেই এই গুজব ছড়ানো হচ্ছে। মঙ্গলবার ওই এলাকায় ১১ বছরের এক স্কুল পড়ুয়া খুন হওয়ার পর গুজব রটে, তার কিডনি খুলে নেওয়া হয়েছে। পরে ময়নাতদন্তে জানা যায়, তার কিডনি অক্ষতই ছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*