কলকাতার মঞ্চে ত্রিপুরার দক্ষিণী

Spread the love

অংশুমান চক্রবর্তী

পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা, ভাষার সূত্রে বাঁধা দুই রাজ্য। নিজেদের প্রকাশের জন্য উভয় রাজ্যের মানুষ আশ্রয় নেন বাংলা ভাষার। দুই রাজ্যের সাংস্কৃতিক আদানপ্রদানের ইতিহাস বহু প্রাচীন। কখনও বাংলা গেছে ত্রিপুরায়, কখনও ত্রিপুরা এসেছে বাংলায়। সেই ধারা বজায় রেখেই পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি সভাঘরে নিজেদের সংস্থার ২৬ বছর পূর্তি অনুষ্ঠান পরিবেশন করলো ত্রিপুরার আগরতলার দক্ষিণী। আবৃত্তি ও শ্রুতি নাটকের মাধ্যমে।

এদিন সংবর্ধিত করা হলো কিংবদন্তি আবৃত্তি শিল্পী প্রদীপ ঘোষকে। প্রণব সাহার পরিচালনায় দক্ষিণীর প্রতিটি নিবেদনই দর্শন শ্রোতাদের মন জয় করে। প্রশংসিত হয় আমন্ত্রিত সংস্থা কথানীড়ের সমবেত নিবেদনও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*