‘মানিক’ নয় ‘হীরা’ কেই বেছে নিলেন ত্রিপুরার মানুষ, সরকার গড়তে চলেছে বিজেপি

Spread the love

উত্তর-পূর্বে গেরুয়া ঝড়৷ অবশেষে ২৫ বছরের বাম শাসনকে দুরমুশ করে ত্রিপুরায় সরকার গড়তে চলেছে বিজেপি। লালদূর্গে ফাটল ধরিয়ে পদ্ম ফুটল ত্রিপুরার মাটিতে৷ শুধু জয়ই নয় নিরঙ্কুশ ভাবে ত্রিপুরায় সরকার গড়তে চলেছে বিজেপি৷ তবে এত খারাপ খবরের মধ্যেও ভালো খবর অন্তিম পর্যায়ের ভোট গণনায় সিপিআইএম-এর মুখ ও বিদায়ী মুখ্যমন্ত্রী মাণিক সরকার এগিয়ে রয়েছেন ৷ ধনপুর কেন্দ্র থেকে গণনার প্রথম কয়েকটি রাউন্ডে এগিয়ে থাকলেই বেলা বাড়তেই পিছিয়ে পড়েন তিনি৷ পরে আবার এগিয়ে যান।

শনিবার গণনার প্রাথমিক পর্যায়েই স্পষ্ট হয়ে যায় বিজেপির জয়৷  আর ৫৯ টি আসনের মধ্যে বিজেপির দখলে গেলো ৪২ টি আসন, সিপিএমের দখলে গেলো ১৭ টি আসন। আর কংগ্রেস, সিপিআই ও অনান্যরা খাতাই খুলে পারেনি।

প্রসঙ্গত, ৬০ আসনের বিধানসভায় ভোট হয়েছিল ৫৯টি আসনে। সেখানে দুই–তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে গেরুয়া শিবির। ত্রিপুরায় কার্যত জয়ের ফলে উত্তর পূর্বের সাতটি রাজ্যের মধ্যে চারটি রাজ্যে ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি। অসম, অরুণাচল প্রদেশ এবং মণিপুরে আগেই ক্ষমতা দখল করেছে তারা। এদিন গণনা শুরুর পর সকাল থেকে বাম এবং বিজেপি জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চললেও বেলা বাড়তেই পিছিয়ে পড়ে বামেরা। স্বাভাবিকভাবেই ফলাফল আঁচ করতে পেরে বিজেপি সমর্থকরা উল্লাসে মেতে ওঠেন। আবির খেলা থেকে মিষ্টি বিতরণে মেতে ওঠেন তারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*