শনিবার ত্রিপুরায় নতুন মন্ত্রিসভার বৈঠক হল। এদিন মহাকরণে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যবাসীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, সরকার সবধরনের সহযোগিতা করবে। সংবাদ মাধ্যমের কাছ থেকেও তিনি সহযোগিতা কামনা করেন। পাশাপাশি রাজ্যের কর্মসংস্কৃতিকে আরও গতিশীল করতে সরকারি আধিকারিকদের দায়িত্ব নিয়ে সময়ে কাজ শেষ করার পরামর্শও দেন তিনি।
এদিন মন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় জানান, সরকারি কর্মচারীদের সপ্তম বেতন প্রদানের বিষয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সাংবাদিক শান্তনু ভৌমিক ও সুদীপ দত্ত ভৌমিক খুনের ঘটনার তদন্ত সিবিআই-কে দিয়ে করানোর জন্য আইনি প্রক্রিয়ার বিষয়টি খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হবে। ২৩ মার্চ থেকে রাজ্যে বিধানসভা অধিবেশন শুরু হবে বলেও জানান তিনি।
এখন দেখে নেওয়া যাক কে কান দফতর পেলেন-
- মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব – স্বরাষ্ট্র, জনস্বাস্থ্য কারিগরি (পানীয় জল ও স্যানিটেশন ব্যতীত), শিল্প ও বাণিজ্য (তথ্যপ্রযুক্তি ব্যতীত), নগরোন্নয়ন, সাধারণ প্রশাসন বিভাগ, শ্রম, তথ্য ও সংস্কৃতি, এছাড়া যেসব দপ্তরের দায়িত্ব এখনও কাউকে দেওয়া হয়নি। সেগুলি আপাতত মুখ্যমন্ত্রীর অধীনে রাখা হয়েছে।
- উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা – বিদ্যুৎ, গ্রামোন্নয়ন, অর্থ, পরিকল্পনা দপ্তর
- এন সি দেববর্মা – রাজস্ব ও মৎস্য দপ্তর
- সুদীপ রায়বর্মণ – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, বিজ্ঞান, প্রযুক্তি
- পরিবেশ, শিল্প ও বাণিজ্য দপ্তরের মধ্যে তথ্যপ্রযুক্তি, জনস্বাস্থ্য কারিগরি (পানীয় জল ও স্যানিটেশন)
- রতন লাল নাথ – উচ্চশিক্ষা, স্কুল শিক্ষা, আইন, অনগ্রসর জাতি কল্যাণ দপ্তর
- প্রাণজিৎ সিংহরায় – কৃষি, পরিবহন, পর্যটন
- মনোজকান্তি দেব – যুব কল্যাণ ও ক্রীড়া, খাদ্য, সিভিল সাপ্লায়ার ও উপভোক্তা
- মেবার কুমার জমাতিয়া – জনজাতি কল্যাণ ও বন দপ্তর
- সান্ত্বনা চাকমা – সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তর
Be the first to comment