ত্রিপুরায় সাংবাদিক শান্তনু ভৌমিক ও সুদীপ দত্ত ভৌমিকের খুনের ঘটনায় ৩ নেতা সহ ৩০০-৫০০ আইপিটিএফ কর্মীর বিরুদ্ধে সিবিআই মামলা দায়ের করেছে। ইনডিজেনাস পিপলস ফ্রন্ট অফ তুইপ্রা বা আইপিটিএফের নেতা বলরাম দেববর্মা, ধীরেন্দ্র দেববর্মা ও অমিত দেববর্মাকে প্রধান অভিযুক্ত করা হয়েছে। আইপিটিএফ ত্রিপুরায় বিজেপি সরকারের শরিক। স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে শান্তনু কাজ করতেন। গতবছরের ২১ সেপ্টেম্বর পশ্চিম ত্রিপুরার মান্দাইয়ে একটি পথ অবরোধের খবর করতে গিয়ে খুন হন তিনি। সুদীপ ছিলেন এক সংবাদপত্রের ক্রাইম রিপোর্টার। আর কে নগরে ত্রিপুরা স্টেট রাইফেলসের সদর দফতরের ভেতরে তাঁকে খুন করা হয়। শান্তনুর বাবা সাধন ভৌমিক সিবিআই তদন্ত চেয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। সেসময়ের সিপিএম সরকার সেই আবেদনের বিরোধিতা করলেও এখনকার বিজেপি সরকার বিষয়টি তদন্তের জন্য সিবিআইকে দিয়েছে তারা।
Be the first to comment