উত্তপ্ত হয়ে উঠলো ত্রিপুরা। সিপিএম সমর্থকদের বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটলো। ঘটনায় অভিযোগের তীর বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। পাশাপাশি, দক্ষিণ ত্রিপুরায় গুড়িয়ে দেওয়া হল লেনিনের মূর্তি। এদিকে পরিস্থিতি মোকাবিলায় পশ্চিম ত্রিপুরায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। জনরোষের জেরেই এই ঘটনা ঘটেছে বলে দাবি বিজেপির।
ত্রিপুরার বিলোনিয়ায় বুলডোজার দিয়ে ভাঙা হল লেনিনের মূর্তি। প্রসঙ্গত সোমবার দক্ষিণ ত্রিপুরায় বিলোনিয়ার কলেজ স্কোয়ারে বিজয় মিছিল বের করে বিজেপি। সেখানেই বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় লেনিনের একটি মূর্তি। সেখানে উপস্থিত বেশ কয়েকজন দৃশ্যটি মোবাইল ফোনে রেকর্ড করে নেন ৷ ভিডিওতে “ভারতমাতা কি জয়” স্লোগান দিতে শোনা গিয়েছে ৷ বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে মূর্তি ভাঙার অভিযোগ উঠেছে৷
ভোটের ফল প্রকাশের দিন থেকেই হিংসায় উত্তপ্ত হয়ে উঠেছে ত্রিপুরা। গেরুয়া ঝড়ে মসনদচ্যূত হয়েছে বামেরা। এরপরই রাজ্যের বিভিন্ন প্রান্তে বামকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে বিজেপি কর্মী-সমর্থকরা চড়াও হন বলে অভিযোগ। প্রকাশ্যেই চলছে মারধর। ছাড় পাচ্ছেন না মহিলারাও।
Be the first to comment