সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন বিপ্লব কুমার দেব। উপ-মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন জিষ্ণু দেববর্মা। বিজেপি-র পরিষদীয় দলের বৈঠকে মঙ্গলবার এমন সিদ্ধান্তই নেওয়া হলো।
৫৯টি আসনের মধ্যে ৪০টিরও বেশি আসন দখল করতে সফল হয়েছে বিজেপি। ত্রিপুরায় জয়ের ফলে উত্তর পূর্বের সাতটি রাজ্যের মধ্যে পাঁচটি রাজ্যেই ক্ষমতা দখল করেছে বিজেপি। অসম, অরুণাচল প্রদেশ এবং মণিপুরে আগেই ক্ষমতা দখল করেছিল তারা। এবার নতুন সংযোজন হলো ত্রিপুরা এবং মেঘালয়।
তবে জিষ্ণু দেববর্মা অবশ্য এখনও বিধানসভায় নির্বাচিত হননি। কারণ তাঁর বিরুদ্ধে যে বামপ্রার্থী দাঁড়িয়েছিলেন নির্বাচনের আগেই তাঁর মৃত্যু হয়। তিনি নির্বাচনে জিতে এলেই তাঁকে উপমুখ্যমন্ত্রী করা হবে। তবে উপমুখ্যমন্ত্রী পদে তাঁর নাম মঙ্গলবারই ঘোষণা করে দেওয়া হয়েছে। এদিনের পরিষদীয় দলের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা নিতিন গড়কড়ী ও জুয়েল ওঁরাও। পাশাপাশি জোট সঙ্গী আইপিএফটি-র সঙ্গেও এদিন বৈঠক হয় বিজেপির। এরপরই সরকার গঠনের দাবি নিয়ে রাজ্যপালের কাছে যান বিজেপি ও আইপিএফটি-র বিধায়করা।
Be the first to comment