ত্রিপুরায় তৃণমূলের রাজ্য কমিটি ঘোষণা, শুরু তেইশের বিধানসভা ভোটের প্রস্তুতি

Spread the love

ত্রিপুরার ২০২৩-এর বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করল তৃণমূল কংগ্রেস ৷ ত্রিপুরায় দলের রাজ্য কমিটি ঘোষণা করল তৃণমূল। বুধবার দলের তরফে প্রেস বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হল নতুন রাজ্য কমিটির নেতাদের নাম। আগেই ত্রিপুরার রাজ্য সভাপতি করা হয়েছিল আশিসলাল সিংকে। সে কারণে আজ নবগঠিত রাজ্য কমিটিতে রাজ্য সভাপতি হিসাবে কারও নাম ঘোষণা করেনি তৃণমূল কংগ্রেস।

তবে আহ্বায়ক হিসাবে সুবল ভৌমিকের নাম ঘোষণা করেছে দল। একইভাবে এই কমিটিতে রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। মোট ১৯ জনের এই কমিটিতে সুবল ভৌমিক, সুস্মিতা দেব, আশিসলাল সিং ছাড়াও আছেন প্রকাশচন্দ্র দাস, কৃষ্ণধন নাথ, দেবব্রত দেব রায়।

আগে ঠিক ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় গিয়ে এই রাজ্য কমিটির নেতাদের নাম ঘোষণা করবেন ৷ তবে ত্রিপুরায় লম্বা সময়ের জন্য ১৪৪ ধারা জারি করায় এখন সেখানে যাচ্ছেন না অভিষেক। আর সে কারণেই মহালয়ার পুণ্য লগ্নে নয়া কমিটির নাম ঘোষণা করল তৃণমূল।

বুধবার তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটি ঘোষণার পাশাপাশি দলের যুব সংগঠনের রাজ্য কমিটিও ঘোষণা করা হয়। এক্ষেত্রে যুব সংগঠনের আহ্বায়ক করা হয়েছে বাপটু চক্রবর্তীকে। যুব সংগঠনের ক্ষেত্রে রাজ্য কমিটিতে রয়েছেন ১১ জন সদস্য। বাংলার প্রতিবেশী রাজ্যে বিধানসভা ভোট রয়েছে ২০২৩-এ । তার আগে দলীয় সংগঠনকে সাজানোর চেষ্টা করছে ঘাসফুল শিবির। আগামী বিধানসভা নির্বাচনে এই রাজ্য জয়ের জন্যই ঝাঁপবে তৃণমূল ৷ সেই লক্ষ্যেই এদিন এই রাজ্য কমিটি ঘোষণা করা হল বলেই খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*