ঠিক যখন দেশের সর্বোচ্চ আদালত পরকীয়া প্রেমকে অপরাধ নয় বলে রায় দিচ্ছে, তখনই বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কের অভিযোগে ত্রিপুরায় এক মহিলাকে গাছে বেঁধে মারল জনতা। তার গলায় ঝুলিয়ে দেওয়া হল জুতোর মালা। যে পুরুষটির সঙ্গে তাঁর অবৈধ সম্পর্কের অভিযোগ, তাঁকে মঙ্গলবার পেশ করা হয়েছে আদালতে।
ত্রিপুরার গোমতী জেলার পূর্ব রাঙামাটি অঞ্চলে বুধবার ওই মহিলা আক্রান্ত হন । তাঁর বয়স ৪০। তিনি জানিয়েছেন, ধানক্ষেতে কাজ করার সময় তিন মহিলা ও কয়েকজন পুরুষ তাঁর ওপরে চড়াও হয়। প্রথমে মারধর করে। তারপর গাছে বাঁধে । গলায় জুতোর মালা পরায় । শেষে মুখে কালি মাখিয়ে দেয়।
স্থানীয় বীরগঞ্জ থানার পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে যায়। মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার নবদ্বীপ জামাতিয়া বলেন, আক্রান্ত মহিলা লিখতে জানেন। তাঁর কাছে আমরা জানতে পেরেছি কারা আক্রমণ করেছিল। তারা শীঘ্রই ধরা পড়বে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পুরুষের নাম রঞ্জিত দাস। সপ্তাহ দুয়েক আগে রঞ্জিতের স্ত্রী বাড়িতে তাঁকে আর ওই মহিলাকে একসঙ্গে দেখতে পান। সেই নিয়ে শুরু হয় ঝগড়া। রঞ্জিত স্ত্রীকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় সেই মহিলা হাসপাতালে ভর্তি হন। বুধবার তিনি মারা যান। তখন থেকে গ্রামের লোক রঞ্জিতের ওপরে রেগে ছিল।
Be the first to comment