রোজকার মতই প্রাতঃভ্রমণে ত্রিপুরেশ্বরী মন্দির লাগোয়া দিঘির সামনে হাটাহাটি করতে বেরিয়েছিলেন এলাকাবাসী। কিন্তু যা আগে কোনওদিনও দেখা যায়নি,তাই দেখে আঁতকে ওঠেন তাঁরা। কি দেখলেন এমন? বুধবার সকালে হাঁটাহাটি করার সময় তাঁরা দেখেন দিঘিতে ভাসছে নরকঙ্কাল। কোথা থেকে পবিত্র দিঘিতে এল এই নরকঙ্কাল? এই প্রশ্নই তখন সকলের মনে। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে তাঁরা।
রাধাকিশোরপুর থানার পুলিশ নরকঙ্কাল উদ্ধার করছে। তদন্ত চলছে। বুধবার ভোরের এই ঘটনায় ত্রিপুরেশ্বরী মন্দির চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।কে বা কারা এমন ঘটনার সঙ্গে যুক্ত তার তদন্তে নেমেছে পুলিশ।
কঙ্কাল উদ্ধার প্রসঙ্গে মন্দিরের প্রধান পুরোহিত চন্দন চক্রবর্তী জানান, নরকঙ্কাল উদ্ধারের খবর পেয়ে তিনি সঙ্গে সঙ্গে মন্দির চত্বরে ছুটে আসেন। যদি এটি সত্যিই নরকঙ্কাল হয়ে থাকে, তবে দিঘি তথা কল্যাণ সাগরকে ধর্মীয় মতে শুদ্ধ করতে হবে। তার আগে পর্যন্ত দেবীর পুজোর কাজে এই জল ব্যবহার করা যাবে না।
Be the first to comment