অল্পের জন্য রক্ষা পেল ত্রিবেণী এক্সপ্রেস। রবিবার রাতে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের ইঞ্জিন। উত্তরপ্রদেশের বরেলি জংশনের কাছে ঘটে যায় দুর্ঘটনা। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
জানা গিয়েছে, লখনউ থেকে আসছিল ট্রেনটি। এদিন চানাহাটির কাছে আসতেই ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। রেলের কন্ট্রোল রুমে খবর পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। পুরো বিষয়টি খতিয়ে দেখেন তাঁরা। অন্যদিকে ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার খবরে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরাও। অনেকেই নেমে আসেন ট্রেন থেকে। এদিকে ত্রিবেণী এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় ব্যাহত হয় ট্রেন চলাচল। তবে লাইনচ্যুত হওয়ার কারণ এখনও সঠিকভাবে জানা যায়নি। গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে বলে খবর।
Be the first to comment