আবহাওয়ার সতর্ক বার্তা উপেক্ষা করেই মাছ ধরতে ট্রলার নিয়ে সমুদ্রে পাড়ি। ছিল না প্রশাসনিক অনুমতিও। পাথর প্রতিমা কোষ্টাল থানার কলস দ্বীপের কাছেই উল্টে যায় ট্রলারটি। মোট ১৬ জন মৎসজীবীর মাত্র ৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ ১০। দুর্ঘটনাগ্রস্ত হওয়া ট্রলারটির নাম এমভি কন্যামাতা। সেই সময় ট্রলারটিতে ১৬ জন মৎস্যজীবী ছিলেন বলে জানা গিয়েছে।
দুর্ঘটনার খবর পাওয়ার পরেই আশপাশ থেকে ২০ টি ট্রলার মৎস্যজীবীদের উদ্ধারে হাত লাগায়। মোট ৬ জনকে উদ্ধার করা গেলেও বাকিদের কোনও খোঁজ পাওয়া যায়নি। সূত্রের খবর, সোমবার কাকদ্বীপ থেকে রওনা দেয়ে জেলেরা। কিন্তু বুধবারই দুর্ঘটনাটি ঘটে। উত্তাল ঢেউয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রলারটি।
কাকদ্বীপ অ্যাসোসিয়েশানের সম্পাদক বিজন মাইতি সাহায্য চেয়ে এডিএম মেরিন এসডিও-র দ্বারস্থ হয়েছেন। উদ্বারকাজে হাত লাগিয়েছে বির্পযয় মোকাবিলা দফতর, উপকূল রক্ষী বাহিনীও। জানা গিয়েছে, মৎস্যজীবীদের বাড়ি কাকদ্বীপ ৮নম্বর লাট ও হারুর পয়েন্ট কোষ্টাল থানা এলাকায়।
Be the first to comment