ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার থেকে দেশজুড়ে শুরু হল ট্রাক ধর্মঘট। ভোর ৫টা থেকে শুরু হয়ে গিয়েছে ধর্মঘট। ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশনের দাবি, পশ্চিমবঙ্গের চার লক্ষ ট্রাকও ধর্মঘটে সামিল হয়েছে।
ট্রাকমালিক সংগঠনের অভিযোগ, বারবার তাদের দাবিদাওয়া নিয়ে কেন্দ্রের কাছে দরবার করলেও কোনও ফল মেলেনি। তাই বাধ্য হয়েই তারা একইসঙ্গে বিমার প্রিমিয়াম, দেশের বিভিন্ন প্রান্তে পুলিসি জুলুম, পেট্রল–ডিজেলে জিএসটি চালুর দাবিতেই ধর্মঘটে নেমেছেন। ওষুধ এবং দুধ ছাড়া সব ধরনের পণ্যই ধর্মঘটের আওতায় রাখা হয়েছে। সকাল থেকেই বিভিন্ন জায়গায় লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ট্রাক। অনির্দিষ্টকালের এই ধর্মঘটের জেরে মাছ, ডিম সহ নিত্যপ্রয়োজনীর জিনিসপত্রের দাম বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
Be the first to comment