আবার দেশজুড়ে অনির্দিষ্টকালীন ট্রাক ধর্মঘট। ২০ জুলাই ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া মোটর্স ট্রান্সপোর্ট। পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির অভিযোগ আগেই ছিল। সেই সঙ্গে এবার নতুন যুক্ত হয়েছে যাবতীয় টোল ট্যাক্স তুলে দেওয়া ও ইন্সিওরেন্সের নামে সরকারের জুলুমবাজি বন্ধের দাবি। সূত্রের খবর, এ রাজ্যের ট্রাক মালিকদের সংগঠনও ধর্মঘটে যোগ দেবে। ফলে প্রায় তিন লক্ষ্য ট্রাক চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়ছে। উল্লেখ্য, কিছুদিন আগেই পেট্রোল–ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট শুরু করেছিল ট্রাক সংগঠনগুলি। ফের একমাসের মধ্যে আবার ধর্মঘটের ডাকে নিত্য প্রযোজনীয় জিনিসের দাম বাড়বে। সংকট বাড়বে মধ্যবিত্তের।
Be the first to comment