রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের ট্রাক ধর্মঘট শুরু, বাজারে আগুন লাগার সম্ভবনা

Spread the love
ডিজেলের দাম কমানোর দাবিতে আজ সোমবার থেকে ধর্মঘটে নামলেন রাজ্যের ট্রাক মালিকরা। ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশনের দাবি, আজ ৩ লক্ষ ৭১ হাজার ট্রাকের চাকা ঘুরবে না। এই ট্রাক ধর্মঘটের জেরে পণ্যবাজারে আগুন লাগার সম্ভাবনা দেখা দিয়েছে। তরি তরকারি থেকে মাছ মাংস, সব জিনিসেরই দাম বাড়ার আশঙ্কা রয়েছে।
এদিন কলকাতার বড়বাজার চত্বরে গিয়ে দেখা যায়, ট্রাকে মালপত্র ‘লোডিং’-এর কাজ হচ্ছে স্তব্ধ হয়ে রয়েছে। এই কাজের সঙ্গে যুক্তরা জানিয়েছেন, ধর্মঘটের বিষয়ে মোটের উপর অবহিত তাঁরা। এদিন বড় বাজার চত্বরে থরে থরে ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
আকাশছোঁয়া জ্বালানির দামে জেরবার হয়েই যে আন্দোলনে নেমেছেন, তা স্পষ্ট জানাচ্ছেন ট্রাকচালকরা। এদিন সকালে ৩৪ নম্বর জাতীয় সড়কে ধর্মঘটে নামেন ট্রাক চালকরা। রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে ট্রাক। এর ফলে ব্যপক যানজট দেখা দিয়েছে রানাঘাট, হাবিবপুর, শান্তিপুর এলাকায়। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় যান-চলাচলও। পরে পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*