বিশেষ সংবাদদাতা –
প্রেসিডেন্ট হতে গেলে নীতি ঠিক রাখতে হয়, সেখানেই ব্যর্থ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ আমেরিকার কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের প্রাক্তন প্রধান এই ভাষাতেই সমালোচনা করলেন ট্রাম্পের৷ প্রাক্তন আধিকারিক জেমস কোমির বক্তব্য, ডোনাল্ড ট্রাম্প একজন ‘নৈতিকভাবে অযোগ্য’, যার কাছে মহিলারা শুধু একটা মাংসের টুকরো৷
এবিসি নিউজের জর্জ স্টিফানোপোলাসকে দেওয়া বিশেষ ওই সাক্ষাৎকারে কোমি জানিয়েছেন, ট্রাম্পের মস্কো সফর নিয়ে যে যৌন কেচ্ছার অভিযোগ উঠেছে৷ এর প্রমাণ রাশিয়ার হাতে থাকতে পারে বলে আশঙ্কা করেছেন তিনি৷
তবে এরই সাথে কোমি জানান, মস্কোর ওই হোটেলে ট্রাম্প রাত কাটাননি এবং যৌনকর্মীদের নিয়ে দাবি করা ঘটনাটি সত্য নয় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট৷
ট্রাম্প গত বছর বরখাস্ত করেন জেমস কোমিকে৷ এরপরে এই প্রথম সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিলেন কোমি৷ এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে কোমি বলেন, ট্রাম্প এমন একজন মানুষ, যার কাছে সত্যের কোনো মূল্য নেই।
মার্কিন যুক্তরাষ্ট্রের মূল্যবোধে ট্রাম্প আঘাত করেছেন বলে মত কোমির৷ ২০১৬ সালে ট্রাম্প প্রেসিডেন্ট প্রার্থী থাকার সময় তার প্রচার শিবিরের সঙ্গে রাশিয়ার যোগাযোগ ও প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে এফবিআইয়ের তদন্ত চলার সময়ে গত বছরের মে-তে কোমিকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট ট্রাম্প।
মঙ্গলবার এই ইস্যুতে কোমির লেখা একটি বই প্রকাশ পেতে যাচ্ছে, যার নাম রাখা হয়েছে, ‘এ হায়ার লয়ালিটি’। এই বইটির নামও তার সঙ্গে ট্রাম্পের কথপোকথন থেকে নেওয়া হয়েছে বলে সাক্ষাৎকারে এবিসিকে জানিয়েছেন কোমি। এই বইয়ের আসন্ন প্রকাশ ও এসিবিতে দেওয়া কোমির সাক্ষাৎকারকে কেন্দ্র করে কোমির বিরুদ্ধে রোববার সকালে বেশ কিছু নতুন টুইট করেছেন ট্রাম্প।
Be the first to comment