নিজের দেশে বিশ্বকাপ আয়োজনে বেপরোয়া ট্রাম্প

Spread the love

আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ফুটবলে মাথা ঘামিয়ে খবরের শিরোনাম হলেন। যৌথভাবে ২০২৬ বিশ্বকাপের আয়োজক হতে সরব হলেন তিনি। বিশ্বকাপের বিডে আমেরিকার বিরোধিতাকারীদের সতর্ক করে টুইটে জানান, ২০২৬ বিশ্বকাপের জন্য কানাডা ও মেক্সিকোকে নিয়ে শক্ত বিড করেছে আমেরিকা। আমরা যেসব দেশকে সহযোগিতা করি তারা যদি আমেরিকা বিডের বিরোধিতা করে সেটি হবে লজ্জার। যেসব দেশ আমাদের সমর্থন করবে না আমরা তাদেরকে সাপোর্ট করবো না। ট্রাম্পের হস্তক্ষেপ আমেরিকার ফুটবলের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে! ফিফার নিয়ম অনুযায়ী, সদস্যভুক্ত যে কোনো দেশের ফুটবল ফেডারেশনের স্বাধীনভাবে কাজ করা বাধ্যতামূলক। রাজনৈতিক চাপ প্রয়োগ হলে ফিফা থেকে সদস্যপদ বাতিল হয়। অতীতে এমন ঘটনায় শাস্তি ভোগ করতে হয়েছে কুয়েত ও পাকিস্তানকে। ২০২৬ বিশ্বকাপের আয়োজক হওয়ার লড়াইয়ে আমেরিকা, কানাডা ও মেক্সিকোর যৌথ বিডের প্রধান প্রতিদ্বন্দ্বী মরক্কো। আগামী ১৩ই জুন মরক্কোতে আয়োজক দেশের নাম ঘোষণা করবে ফিফা। আসন্ন ২০১৮ রাশিয়া বিশ্বকাপের পর ২০২২ আসর বসবে কাতারে।

ফাইল ছবি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*