বিশেষ প্রতিনিধি,
কোনও আবেদন নিবেদন, তর্জন গর্জনে কাজ হলনা৷ ইরান চুক্তি থেকে বেরিয়েই গেল আমেরিকা৷ বুধবার হোয়াইট হাউসে চুক্তি বাতিলের ঘোষণা করলেন মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ চুক্তি অনুযায়ী শর্ত ছিল পরমাণু কর্মসূচিতে রাশ টানতে হবে, তবেই অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাবে ইরান৷ তবে এই চুক্তি মানতে চাইছে না ইজরায়েলও৷ তাদের মতে গোপনে ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে৷
ঘটনায় উদ্বেগ প্রকাশ করে চুক্তিতে স্বাক্ষরকারী অন্য দেশগুলিকে এই চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতারাস৷ ইরান চুক্তি স্বাক্ষরকারীদের মধ্যে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, চিন, রাশিয়া ও জার্মানি ছিল।
চুক্তি থেকে না বেরোতে মার্কিন যুক্তরাষ্ট্রকে আবেদন করে ফ্রান্স৷ ইরানও এই বিষয়ে হুঁশিয়ারি দিয়ে রেখেছিল৷ তবে নিজেদের অবস্থানে অনড় ছিলেন ট্রাম্প৷ ফ্রান্স বা ইরানের কথায় কাজ না হওয়ায় আমেরিকা সফরে যান ব্রিটেনের বিদেশমন্ত্রী বরিস জনসন৷ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন বিদেশমন্ত্রী রেস টিলারসনও এই চুক্তি টিকিয়ে রাখার পক্ষে ছিলেন বলে খবর৷
ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে নতুন চুক্তি করতে আমেরিকার আপত্তি নেই৷ তবে যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবে রাজী নয় তেহরান৷ তাদের দাবি চুক্তি বাতিল করে ইরানকে অপমান করেছেন ট্রাম্প৷
Be the first to comment